কালি শেষে ফেলি ছুড়ে
হোকনা দামি কলম,
দুর্বলকে রাখি বহুৎ দূরে
বিত্তে লাগাই মলম।


কলা খেয়ে ফেলি ছুড়ে
কলার সবটা ছাল,
মরবে দেখে কবর খুঁড়ে
বসে নেই আবাল!


যাব আমি অচিনপুরে
রইবোনা চিরকাল,
আসবোইনা আর ঘুরে
ভাবো যত জঞ্জাল!


২৩৪৯তম০৫টা০৫পিএম
​১৭জানুয়ারি২৩মঙ্গলবার,
আসাপারি,কবিকুঞ্জ,পারুলিয়া,হাতীবান্ধা।