বংশ নিয়ে কে কথা তোলে
এমন হিম্মত কার,
ইতিহাসের পাতায় দোলে
বংশটা জোতদার!


গোড়াপত্তন এর বরিশালে
পাটোয়ারী পরিবার,
দলিলে উল্লেখ ১৯২৮সালে
এলাহি সে কারবার।


খাজনা তুলে বাজনা বাজাত
করে দিনাতিপাত,
কত খুনোখুনি ডাংমার হতো
হতো যে রক্তপাত।


দিয়েছিল যাকে চেক কেটে
কিংবা প্রজা পত্তন,
তারাই মালিক কাগজ ঘেটে
জোতদারের পতন।


হলদিবাড়ীতে এখনও আছে
কয়েকশত একর,
তিস্তা নদীগর্ভে ডুব মেরেছে
মেলেনাতো কাঁকর।


পিতৃদেব কাশেম পাটোয়ারী
পিতামহ আমার বদি,
জমিগুলো তার সারি সারি
উপরে প্রবাহিত নদী।


নদীভাঙ্গা হলেও আছি টিকে
বছরের পর বছর,
বংশ বুনিয়াদ হয়নিতো ফিকে
হয়নিকো কেউ পর!


সম্মানটা নিয়েই আছি বেঁচে
হইনিতো বাটপার,
মাতাল মুখের ভাষার খেঁচে  
বুঝবেটা কি আর।


তাই বলি বংশ বুনিয়াদ নিয়ে
হোসনে ব্যাটা বেহুশ,
ভালোবাসি সব জীবন দিয়ে
আদতে আমি মানুষ!


আসাপারি
০৬সেপ্টেম্বর২২মঙ্গলবার
১১:০৫পিএম২২১৬তম
কবিকুঞ্জ,পারুলিয়া।