অন্যের দোষ ধরার আগে
নিজের দোষটি ধর,
মনুষ্যত্ব থাক অগ্রভাগে
খাঁটি মানুষ গড়।।


হয়না মানুষ রূপেগুণে,
মানুষটা হয় আচরণে।।
হয়না বেহুঁশ মনেপ্রাণে
হয়না মরমর।


হয়না মানুষ অঙ্গগুণে,
মানুষটা হয় নিজগুণে।।
হয়না বেহুঁশ অকারণে
হয়না জড়সড়।


আসাপারি
২০আগস্ট২২শনিবার
১০:৩৬এএম২১৯৮তম
পারুলিয়া