কি যে দিন দুনিয়া আইল ডারউইনে কইল
মানুষ নাকি বানরের বংশধর!
ওরে  মন  মন রে  আমার-
কোন পাগলে বানাইলো এমন কারিগর?


বানর যদি হয় রে মানুষ এখন কেন হয়না,
যখন তখন হয় রে বেহুশ কথা কেন কয়না।।
পরিবারের সাথে থাকতে চায়না
জঙ্গলায় কেন বাঁধে সে ঘর?
ওরে  মন  মন রে  আমার-
কোন পাগলে বানাইলো এমন কারিগর?


বানর যদি হয় রে মানুষ এখন কেন রয়না,
যখন তখন হারায় সে হুশ বন্ধু কেন লয়না।।
পোশাকের জন্য ধরেনা বায়না
ল্যাংটা কেন থাকে দিনভর?
ওরে  মন  মন রে  আমার-
কোন পাগলে বানাইলো এমন কারিগর?


শুক্রবার৪টা৩৮পিএম২৭জানুয়ারি২৩আসাপারি, কবিকুঞ্জ,পারুলিয়া,হাতীবান্ধা।