কেন এসেছি এ পৃথিবীতে কিসেরই জন্যে,
বাস করি কেন হেথা কোন সুখের অরণ্যে।
মজেছি মোহ মায়ায় মায়াময় এই সংসারে,
মরেছি প্রেমের নেশায় প্রেমময় অভিসারে।
থমকে যাই অর্থ সম্পদ এর নিষ্ঠুর উল্লাসে,
চমকে উঠি জানাজায় আর কবরস্থ লাশে।
চোখ বেয়ে পানি ঝরে বলতে পারিনা কিছু,
ছুটছি কিসের পানে কোন মরিচিকার পিছু।
মাঝে মধ্যে জীবনটা তাই ছোট্ট হয়ে আসে,
প্রিয়জনের লাশগুলো যখন দুচোখে ভাসে।


আসাপারি
১৮সেপ্টেম্বর২২রবিবার
০৭:৫৫পিএম২২২৭তম
কবিকুঞ্জ, হাতীবান্ধা।