মরণকে করো স্মরণ
ভয় করোনা,
মরণের ফাঁদে পড়ে
প্রাণে মরোনা ।।


মরণ তোমার হবেই ওরে
দুদিন আগে পরে,
ঠেকাবে বল কেমন করে?
বলো কাকে ধরে।।
মরণকে তাই করো ধারণ
মিছে মরোনা।।


মাটির দেহ থাকবে পড়ে
শুধুই মাটির ঘরে,
থাকবে বলো কেমন করে
ভীষন অন্ধকারে।।
মরণকে তাই করো হরণ
পিছে ঘোরনা।


১৯মে২০২৩শুক্রবার
০২টা১৭পিএম
মহিপুর ব্রীজ  
২৪৮৪