কিনে নিয়েই খুঁজি যত চিপা,
নইলে নেই তো কারুর কৃপা।


কখনও চুপে চুপে অন্ধকারে,
সময়ে বা অসময়ে চুপিসারে।


টানি তাই অনেকটা আড়ালে,
বন্ধু হই কেউ হাতটা বাড়ালে।


দেখলেই বলে আস্ত বেয়াদব,
ঊণপঞ্চাশেও শেখেনি আদব।


জানি এটা বড়ই লজ্জাসকর,
তবুও তার আকর্ষণ তীব্রতর।


ষোল টাকার একটা বেনসন,
ভেবেছি কমাবে সব টেনশন।


না এতো নয় শুধু অস্বাস্থ্যকর,
রাষ্ট্র ও সমাজে মান হানিকর!


প্রায়শ মৃত্যুর অন্যতম কারণ,
বিদায়ী বছরে করেছি বারণ।


নতুন বছরেই নিয়েছি শপথ,
মাড়াবোনা কভু এমন কুপথ।


৩১ডিসেম্বর২২শনিবার১১টা২৫পিএম২৩৩১আসাপারি,কবিকুঞ্জ,পারুলিয়া,হাতীবান্ধা।