অবেলায় অবহেলায় ফিরায়ে
দিলে প্রভূ মোরে,
চলেছি আমি নিরুদ্দেশ পথে
দূর হতে বহুদূরে।


কেঁদেকেঁদে মরি সারাটিক্ষণ,
সঁপে দিয়ে জীবন যৌবন।।
ক্ষমা কর ক্ষম হে প্রভূ
মায়ায় ভরা এই সংসারে।
জীবন যে মোর চলেনা আর
নেবেনা পুঁজা আপন করে।
অবেলায় অবহেলায় ফিরায়ে
দিলে প্রভূ মোরে,
চলেছি আমি নিরুদ্দেশ পথে
দূর হতে বহুদূরে।


কেঁদেকেঁদে মরি সারা দিনমান,
সঁপে দিয়ে মন ও প্রাণ।।
ক্ষমা কর ক্ষম হে প্রভূ
শুন্য অসীম শিশির ভোরে।
যৌবন যে মোর চলেনা আর
নেবেনা পুঁজা আপন করে।
অবেলায় অবহেলায় ফিরায়ে
দিলে প্রভূ মোরে,
চলেছি আমি নিরুদ্দেশ পথে
দূর হতে বহুদূরে।


০৭/০৬/২০০১ইং