কষ্ট হিমালয়ের মরণপণ
বাঁধা পেরিয়ে উঠেছি
স্বর্ণশিখরে,
পরাজিত সমুদ্রে মৃত্যুদানব।
সৌরজগৎটা হাতের মুঠোয়,
সময়ের গলা চেপে
ধরেছি।
শুধু তুমিই রয়ে গেলে
ফেরারী স্বপ্নে-
কল্পনা ও
অনুভবে।
২২/০৪/১৯৯৭ইং