আচমকা খসে পড়ব
বৈশাখী ঝড়ে
সতেজ পাতার মত।
পাখি হয়ে উড়বে পালক।
ঝিমিয়ে পড়বে সমস্ত তাজা ফুল।
নষ্ট হবে সৌন্দর্য-
দূরে চলে যাবে বর্তমান।
অত:পর
কোন একসময় রচিত হবে
আমার কবর-
নি:সঙ্গ কবর।

১২/০৫/১৯৯৭ইং