বোবা কান্না শোননি প্রিয়
সাধনার নির্মাল্য
দিয়েছি দেবালয়ে
গ্রহন কর,

হৃদয় তপোবনে
তোমারি তপস্যায়
আজো বসে আছি
ভালোবাসায় সিক্ত কর।

০৯/১০/১৯৯৭ইং
০৩/২০/পিএম