ভালোবাসার ক্ষুধায় অস্থির হৃদয়
নয়নে জল শান্ত নির্ঝর
নগ্ন আবেগে
কান্না আসে,

তোমার ছোয়ায়
আনন্দ হিল্লোল পুলকিত মন
আমার স্বর্গ গঙ্গায়
প্রেম পদ্ম ভাসে।

০৯/১০/১৯৯৭ ইং
০৮/১২/পিএম