তোমার প্রেমসুধা পানে
আমি উদ্বেল উন্মাদ
পৃথিবী বুঝিনা
তোমাতে ভীষণ অনুরক্ত,

পুষ্পিত প্রিয়তার সুরভী ঢেলে
প্রেম পূজো করি
আমি তোমার সমীপে
অনিরুদ্ধ ভক্ত ।
১০/১০/১৯৯৭ইং
০৭/০০/পিএম