অন্তর বীনা বাজে সুমধুর
তোমার সুরে
ওগো নিরুপমা
বিনাপানী,

ছুটে আসি তোমার কাছে
মন্ত্রমুগ্ধে মোহনীয়
রুপে ওগো
মোহিনী মায়াবী রাণী।

১০/১০/১৯৯৭ইং
০১/৪০/পিএম