প্রতিরাতে আস অমন করে
হাসির ঝলকে জড়িয়ে
ধরে কল্পিত রমনী
ঐন্দ্রিলা,

আমার মনের মনিকোঠা
জুড়ে শত জনমে তুমি
স্বপ্নিল সাধনায়-          
প্রিয়তমা প্রমিলা।        

১২/১০/১৯৯৭ ইং
০৮/১৫/এএম