তোমার সাথে কথা আছে
লোক লজ্জার আড়ালে
নির্জনে একা একা
এসো,

লাল গোলাপে ভালোবাসা
নিয়ে কবিতায় দুটি চরণ
শুনে গীত বিতানে
ভালোবেস।

১২/১০/১৯৯৭ইং
০৮/০৭/এএম