কেন অমন কষ্ট দিয়ে চন্দ্রিমায়
হারাও আঁধারে
লুকাও পাইনা
কোন দিশা,

বুঝনা কেন তুমি আমার প্রেম
জমিনে মমতাজ মহল
রঙ তুলিতে
মোনালিসা।

১৫/১০/১৯৯৭ইং
০৩/৩০/পিএম