আমার ভালবাসার হৃদয় গহবরে
আন্দোলিত শান্তির
শ্লোগান।

অশ্লিল শব্দেরা উড়ে আসে
অভিজাত অন্ধকারে
রক্তে রঞ্জিত হয়
প্রেম।

অত:পর
আমার হৃদয়ে ভূমিষ্ট হয়
বিদ্রোহ টকটকে লাল
সূর্য।

০১/১২/১৯৯৭ইং
০৮'২০ পিএম