দেহভেজা শীতের বৃষ্টিতে
কাঁপুনিরা গান গায়
আনমনে স্মৃতির
বিষাদে।

ঝিমানো গোলাপে গন্ধ শুঁকে
বেরসিক ভ্রমর,
হাড়-পাজরের মাংস খুবলে
উল্লসিত শকুন।

অত:পর
কুত্তা চায় দেহ শুধু-
নগ্নদেহ!

০২/১২/১৯৯৭ইং