অধিকারের রাজপথে রক্ত ঢালে
মুক্তকন্ঠ, মিছিলেরা আসে
লাঠি ক্র্যাচ আর হুইল
চেয়ারে।

শীর্ণ হাতে ভর করে অন্ধচোখ,
আর ক্ষুধার্ত
ফেস্টুন।

অত:পর
বিদ্রোহের আকাশে প্রাণ খুলে
হাসে দু:খী
মানুষ।

০৫/১২/১৯৯৭ইং