মধ্য বয়সী রাত ভাবনাগুলো
ভাবছে প্রিয়
তোমায়,
চাঁদ হয়ে আছ স্বপ্নিল শয়নে
ভালোবাসার মিষ্টি
ছোঁয়ায়।

২৬/০৮/২০০১ইং
কাব্যকনা-২