চাহনী চুম্বনে পাগল করেছ আমায়
করেছ স্বপ্নীল
সর্বনাশ,
সহিতে পারিনা প্রিয়তমা তোমার
ভালোবাসার
উপবাস।

১৯/১১/২০০১ইং
কাব্যকনা-১৫