থাক তুমি আকাশ দূরে
স্বপ্ন সুরে ইচ্ছে হলেই
যায়না কাছে
পাওয়া,
তুমি আর আমি দুজন
দুজনার এযুগের
আদম হাওয়া।

০৬/১২/২০০১ইং
কাব্যকনা-২০