তোমার মুখে চাদঁনীরাত
হাসিতে গোলাপ
ফোটে,
তোমার শরীরে রাতের
আকাশ ঝলমলিয়ে
ওঠে।

৩০/০৮/২০০১ইং
কাব্যকনা-