তোমায় ছাড়া একা একা
দিন কাটেনা
কাটেনা,
তোমায় ছাড়া মনটা কাঁদে
মন মানেনা
মানেনা।

তোমায় ছাড়া প্রাণ বাঁচেনা
বাঁচেনা পাগল
মনা,
তোমায় ছাড়া ভাললাগেনা
লাগেনা লক্ষী-
সোনা।

রেবাবতী-১৩
১০/১১/২০০২ইং