হাতের উপড়  রাখ  হাত
সজিব সুন্দর
নিশ্বাসে,
কাঁধের উপড় রাখ মাথা
গভির প্রেমের
বিশ্বাসে।

আলতো করে ছোঁয়াও ঠোটে
ভালোবাসার
চুম,
চোখদুটোতে নেমে আসুক
হাজার রাতের
ঘুম।

রেবাবতী-১৮
১১/১১/২০০২ইং