তোমার চুলে বাউল বাতাস
করে যাদুর
খেলা,
তোমার দুটি হরিণ চোখে
দেখি প্রেমের
মেলা।

তোমার দুটি রাঙা ঠোটে
ফোটে রক্ত
জবা,
তোমার মুখে চাঁদের হাসি
করে আমায়
বোবা।

রেবাবতী-১৯
১১/১১/২০০২ইং