তুমি আমার প্রিয় গোলাপ
ভালোবাসায় ফোটা
কলি,
তুমি আমার সোনার ময়না
পাগল মনের
অলি।

তুমি আমার পূর্ণিমা চাঁদ
সবুজ বন-
বনানী,
তুমি আমার স্বপ্ন কন্যা
শুন্য হৃদয়ের
রাণী।

রেবাবতী-২৭
১২/১১/২০১৩ইং