কবে বল দেখব সুখে
চাঁদের মত
মুখখানা,
কবে বল ঝরবে মুখে
মধুর হাসি
মুক্তোদানা।

কবে বল আপন করে  
আবার হবে
দেখা,
কবে বল আমার ঘরে
আসবে তুমি
একা।

রেবাবতী-২৮
১২/১১/২০০২ইং