রাত গভীরে তন্দ্রাদোলায়
তোমার ডাক
শুনি,
তোমার ডাক শুনে শুনে
স্বপনের জাল
বুনি।

স্বপনের জাল বুনে বুনে
হারই চরম
সুখে,
খুজে দেখি তুমি নেই
বালিশ আমার
বুকে।

রেবাবতী-৩২
১২/১১/২০০ইং