যদি তুমি ফিরে আস
ফুলেরা পড়াবে
মালা,
যদি তুমি ফিরে আস
পাখিরা বসাবে
মেলা।

যদি তুমি ফিরে আস
শুন্য এই
নীড়ে,
ভালবাসা দেব তোমায়
ব্যাকুল বুকটা
চিরে।

রেবাবতী-৩৫
১৩/১১/২০০২ইং