ঠোটে তোমার আঁকল গোলাপ
মুখে মায়াবী
চাঁদ,
নাকে তোমার আঁকল বাঁশি
চুলে আঁধারী
রাত।

ভ্রুয় তোমার আঁকল রঙধনু
চোখে অগ্নি-
শিখা,
কোন শিল্পির অমরসৃষ্টি তুমি
কোন শিল্পির
আঁকা!

রেবাবতী-৩৮
১৩/১১/২০০২ইং