আঁখির আড়ালে চলে গেলে
ভাবলেনা আমার
কথা,
আমাকে না বলে চলে গেলে
বুঝলেনা কিযে
ব্যথা।

আমাকে ফেলে চলে গেলে
করে বড়
অসহায়,
আমাকে ভুলে চলে গেলে
রেখে কষ্টের
মোহনায়।

রেবাবতী-৪৬
১৪/১১/২০০২ইং