গাঁদা ফুলের গাদায় ভরাব
তোমার কাল
খোপা,
রক্ত-জবার রক্তে রাঙাব
তোমার নাংগা
দুপা।

গোলাপ গালিচায় বসাব
তোমার প্রেমের
আসর,
গন্ধরাজের গন্ধে ভরাব  
তোমার ব্যকুল
বাসর।

রেবাবতী-৬৫
১৯/১১/২০০৯ইং
৯.৫১পিএম