পাপীষ্ঠ আমি কাঁদি দিন-রাত
ঝরে দুটি
নয়ন,
তোমার প্রার্থনায় তোমার পুঁজায়
শিউরে ওঠে
মন।

তোমাকে চিনিনি কোরআন জানিনি
করেছি শুধু
অপমান,
ক্ষমা করে দাও হে মহাপ্রভূ
ওগো দয়াময়
দয়াবান।

০২/০৭/২০০২ইং