আমিতো প্রভূ আমি নই
আমি আসলে
কে?
আমার আমিকে চিনতে পারিনি
শয়তান-
স্বামীত্বে।

তোমাকে ফেলে শয়তানীকে
আঁকড়ে ধরেছি
আজ,
মুছে দাও প্রভূ মুছে দাও
মোর শয়তানী
কারুকাজ।

২৭/০৭/২০০২ইং