ঘুমিয়ে থেকনা ও রোযাদার
ওঠ তারাতারি,
সেহেরী খাবার সময় হল
খেয়ে নাও সেহেরী।

ডেকে তোল বাবা মাকে
আছে যত আপনজন,
তোমার ডাকে  সুমিষ্ট হোক
পারিবারিক বন্ধন ।
তোমার ডাকেই জান্নাত হোক
এক একটি পাড়ি।

ডেকে তোল পড়শীকে
আছে যত প্রিয়জন,
তোমার ডাকে বলিষ্ঠ হোক
পারস্পারিক বন্ধন।
তোমার ডাকেই জান্নাত হোক
এক একটি বাড়ী।

০২/০৯/২০০৯ইং