হারাম খেয়ে মনটা আমার
হয়েছে আজ পাথর,
তাইতো খোদা তোমার ভয়ে
হইনা আমি কাতর।

পুলসিরাতের ভয়ে খোদা
হইনা বিহবল,
শাস্তির ভয়ে পরেনা খোদা
রুষ্ট মুখের বল।
পাপের টাকায় পুন্য করে
হয়েছি মস্ত ইতর।


জাহান্নামের ভয়ে খোদা
কাঁপেনা চরণতল,
শাস্তির ভয়ে ঝরেনা খোদা
দুষ্ট চোখের জল।
সুদের টাকায় সৌধ গড়ে
হয়েছি আস্ত ইতর।



০৬/০৯/২০০৯ইং