করিসনে ভাই দুনিয়াদারি,
যাইতে হবে দুনিয়াছারি।
টাকাপয়সা সোনাদানা
সংগে যাবেনা,
পিতাপুত্র কন্যা স্বজন
সংগী হবেনা।

চোখের জলে গোলাপ ফুলে,
ধোয়াবে মশারীতলে।
মনের কালি তোমার কেহই
ধুইতে পারবেনা,
টাকা পয়সা সোনাদানা
সংগে যাবেনা।


পালকি করে হাতে ধরে,
শোয়াবে মাটিরঘরে।
সাদা কাফন ছাড়া কিছুই
কাছে থাকবেনা,
পিতাপুত্র কন্যা স্বজন
সংগী হবেনা।


১৯/০৯/২০০৯ইং