মেঘলা আকাশে ভাসে
আমার মলিন মন,
বুক বেয়ে ঝড়ে শুধু-
ঘন বরিষণ।


টুপটাপ এই বর্ষাতে মনে
পড়ে তোমায়,
শুকনো এ মুখটাযে-
ভালোবাসতে  চায়।
মানেনা কোন বাঁধা।।
দুষ্ট দুনয়ন।
বুক বেয়ে ঝড়ে শুধু-
ঘন বরিষণ।


চুপচাপ এই বৃষ্টিতে মনে
ধরে তোমায়,
শুন্য এ বুকটাযে-
কাছেআসতে চায়।
মানে না কোন বাঁধা।।
পিষ্ট পোড়ামন।
বুক বেয়ে ঝড়ে শুধু-
ঘন বরিষণ।


০৩/০৭/২০১৪ইং
০১.১১.পিএম


“বরষার আয়োজন”