ণুর নবীজি সাল্লেওয়ালা
ণুরে মোহাম্মদ,
আউলিয়াদের আরজ তুমি
শ্রেষ্ঠ সম্পদ ।

তাপীদের ত্রান তুমি
অমুল্য ধন,
পাপীদের প্রাণ তুমি
মানিক রতন।
গুনাহগারের জান তুমি
মধুর মোহাব্বত।


সুখীদের স্বপন তুমি
মজনু মন,
দু:খীদের দহন তুমি
দুটি নয়ন।
ঈমানদারের শান তুমি
হুজুরে হজরত।


০৬/১২/২০০৯ইং
১০.৫৪.এএম