তোমার যত কথা আছে
আল্লাহকে বল,
তোমার যত ব্যাথা আছে
আল্লাহকে বল।
আল্লাহকে বল তুমি আল্লাহকে বল,
আল্লাহকে বল তুমি আল্লাহকে বল।

জীবনে যখন অসুখ আসে,
চোখের জলে বুক ভাসে।
নামায পড়ে কেঁদে কেঁদে
আল্লাহকে বল।
আল্লাহকে বল তুমি আল্লাহকে বল,
আল্লাহকে বল তুমি আল্লাহকে বল।


জীবনে যখন অভাব আসে,
মনের মাঝে কষ্ট ভাসে।
রোযা রেখে কেঁদে কেঁদে
আল্লাহকে বল।
আল্লাহকে বল তুমি আল্লাহকে বল,
আল্লাহকে বল তুমি আল্লাহকে বল।


জীবনে যখন বিপদ আসে,
থাকেনা কেউ একটু পাশে।
দুহাত তুলে কেঁদে কেঁদে
আল্লাহকে বল।
আল্লাহকে বল তুমি আল্লাহকে বল,
আল্লাহকে বল তুমি আল্লাহকে বল।


২৫/১২/২০০৯ইং