আল্লাহ তোমার পথে আমায়
চালাও নিশিদিন,
তোমার পথে সত্য পথে
হই যেন বিলীন।

দিবানিশি আমি যেন তোমার
নামাজ পড়ি,
তোমার প্রিয় কোরান দিয়ে
জীবনটাকে গড়ি।
তোমারই কোরান যেন হয়
আমার বিন।


দিবানিশি আমি যেন তোমার
কাজই করি,
তোমার প্রিয় হাদিস দিয়ে
দেহটাকেই গড়ি।
তোমারই হাদিস যেন হয়
আমার দ্বীন।

০৮/১১/২০১৪ইং
০৯/১৪/পিএম