আল্লাহ তুমি রহম কর
এই দীন হীনে,
তোমার রহম ছাড়া মাবুদ
বাঁচি কেমনে।

তোমার রহম ছাড়া মাবুদ
আঁখি ছলছল,
তোমার রহম ছাড়া চলার
শক্তি কোথায় বল।
তোমার রহম ছাড়া আমায়
জিয়ারতে কে চিনে?


তোমার রহম ছাড়া মাবুদ
মন এলোমেলো,
তোমার রহম ছাড়া বাঁচার
বুদ্ধি কোথায় বল।
তোমার রহম ছাড়া আমায়
কেয়ামতে কে চিনে?


০৬/০১/২০১০ইং
০২/৩৫/পিএম