অন্তরে নে আল কোরআন
বুকেতে আল হাদিস,
কলবে কলেমা নিয়ে আল্লাহর
প্রেমে শুধু কাঁদিস।

সংসার নামের রাজ্যেরে তুই
হলি মহারাজা,
আল্লাহর আইন মানবেনা যে
দিবি কঠিন সাজা।
আল্লাহর আইনে করবি বিচার
আসবে যত নালিশ।


সংসার নামের যুদ্ধেরে তুই
হলি সেনাপতি,
রাসুলের পথ ধরবেনা যে
করবি তার গতি।
আল্লাহর আইনে করবি বিচার
বসবে যত শালিশ।


২৬/০১/২০১০ইং
১০/৩৪/পিএম