আল্লাহ তোমায় দেখেছি আমি
গরীব দু:খীর মাঝে,
তবুও তোমায় চিনিনা হায়
বুঝতে পারিনা যে।

তোমার চোখে অন্ধকার
পাথর চাপা বুকে,
কন্যাদায়ের মানচিত্রটা
ফুটে আছে মুখে।
রাস্তার মোড়ে দাড়িয়ে থাক
হাড়ের ভাঁজে ভাঁজে।


তোমার মুখে মরুর ভূমি
ক্ষুধার আর্তনাদ,
অনাহারী শিশুর কান্নায়
ফুরায়না যে রাত।
বস্তির ঘরে শুয়ে থাক
মলিন কারুকাজে।


২৯/০১/১০ইং
১০/৩৫/এএম