তোরা ভুলে যা প্রানোবন্ধু
তোদের যত মত,
এক কাতারে এসে দাড়া
প্রিয় নবীর উম্মত।

ধর্মীয় শিক্ষা বন্ধ করার
চলছে ষড়যন্ত্র,
আমরা আনব সত্যপথে
সত্যের প্রিয় মন্ত্র।
আমরা রাখব সমুন্নত
ইসলামের ইজ্জত।


ধর্মীয় শাসন বন্ধ করার
চলছে আগ্রাসন,
আমরা আনব ন্যায়ের পথে
কোরানের শাসন।
আমরা রাখব চিরউন্নত
শহীদদের হিম্মত।


২২/০২/২০১০ইং
০৯/৪৪/এএম