প্রিয় নবীকে চিনলিনা মন
চিনলিনা তোর প্রিয় রাসুল,
প্রিয় নবীকে ভুইলা গিয়া
হারাইলি তোর সব কুল।

জন্ম যার না হইলে হইতোনা
আল কোরআন,
জন্ম যার  না হইলে গাইতিনা
জীবনের গান।
সেই যে তোর প্রিয় মোহাম্মদ-
মদিনার বুলবুল।

জন্ম যার না হলে হইতোনা
আব হায়াত,
জন্ম যার  না হলে পাইতিনা
মিষ্টি আয়াত।
সেই যে তোর প্রিয় মোহাম্মদ-
জান্নাতের ফুল।


২৬/০২/২০১০ইং
০৩/২০/পিএম