মনপাখিটা যায়রে ছুটে
যায় মদনিার পথে,
কে ডাকে হায় ঐ মদিনায়
ভগ্নমনোরথে।

কে ডাকে হায় ঐ মদিনায়
কোন সে প্রাণের বীণ্,
কাবারি কামলিওয়ালা সে যে
আপন আলআমিন।
কে ডাকে হায় ওই মদিনায়
নিঝুম নিশুতি রাতে।


কে ডাকে হায় ঐ মদিনায়
কোন সে মুয়াজ্জিন ,
মনেরি মদিনাওয়ালা সে যে
মহান মুমেনিন।
কে ডাকে হায় ওই মদিনায়
নির্ঘুম নির্জন প্রাতে।


২২/০২/২০১৫ইং
০৮/৫৯/পিএম