খোদা তোমায় এত ডাকি
দাওনা কেন সাড়া,
তোমারি নাম ডেকে ডেকে
হই যে দিশাহারা।


তোমারি নাম জারি থাকে
কোমল কলবেতে,
বেঁচে থাকি মগ্ন হয়ে-
তোমারি রহমতে।
সবই তোমার রঙের খেলা
সবই তোমার ইশারা।


তোমারি নাম জারি থাকে
মলিন এই মনেতে,
বেঁচে থাকি স্বপ্ন নিয়ে-
তোমারি মহব্বতে।
সবই তোমার প্রেমের খেলা
সবই তোমার ইশারা।


০৩/০৪/২০১০ইং
১২/৩১/পিএম